facebook Twitter RSS Feed YouTube StumbleUpon

Home | Forum | Chat | Tours | Articles | Pictures | News | Tools | History | Tourism | Search

 
 


Go Back   BanglaCricket Forum > Miscellaneous > Forget Cricket

Forget Cricket Talk about anything [within Board Rules, of course :) ]

Reply
 
Thread Tools Display Modes
  #1  
Old February 19, 2007, 02:06 PM
irteja's Avatar
irteja irteja is offline
Test Cricketer
 
Join Date: February 11, 2006
Location: http://twitter.com/irteja
Favorite Player: Sakib, Tamim, Tendulkar
Posts: 1,869
BDFlag একুশে ফেব্রুয়ারি

মাগো, ওরা বলে - সিকান্দর আবু জাফর

কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পরেছে লতাটা,
সজনে ডাঁটায়ভরে গেছে গাছটা,
আর আমি ডালের বড়ি শুকিয়ে রেকেছি
খোকা তুই কবে আসবি ?
কবে ছুটি ?
চিঠিটা তার পকেটে ছিলছেঁড়া আর রক্তে ভেজা


মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না
বলো, মা, তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে
তোমার জনে কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো
ল‍হ্মী মা, রাগ করো না, মাত্রতো আর কটা দিন


পাগল ছেলে,মা পরে আর হাসে,
তোর ওপরে রাগ করতে পারি !
নারিকেলের চিড়ে কোটে,
উরকি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা আর কত কী
তার খোকা বাড়ি ফিরবে ক্লান্ত খোকা


কুমড়ো ফুল শুকিয়ে গেছে,
ঝরে পরেছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো
খোকা এলি?
ঝাপসা চোখে মা তাকায়
উঠানে উঠানে
যেখানে খোকার শব শকুনীরা ব্যবচ্ছেদ করে


এখন মার চোখে চৈত্রের রোদ পুরিয়ে দেয় শকুনীদের
তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার কখন আসে কখন আসে!
এখন মার চোখে শিশির-
ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে

আসুন এখানে আমরা শুধু বাংলায় পোষ্ট করি.

Last edited by irteja; February 19, 2007 at 04:17 PM.. Reason: Text fixed
Reply With Quote

  #2  
Old February 19, 2007, 02:30 PM
irteja's Avatar
irteja irteja is offline
Test Cricketer
 
Join Date: February 11, 2006
Location: http://twitter.com/irteja
Favorite Player: Sakib, Tamim, Tendulkar
Posts: 1,869
Post একুশে ফেব্রুয়ারির কিছু নিজের কথা

( আমার ছেলেবেলার তিনটি ভিন্ন ভিন্ন একুশে ফেব্রুয়ারিতে লিখা ডাইরির পাতা থেকে সংগ্রহ করা । তিনটে লিখা এক সাথে দিয়ে দিলাম। অনেক দিন পর লিখাগুলো পরে আমার খুব ভালো লাগল। আশা করি আপনাদেরও পড়তেও খুব একটা খারাপ লাগবে না। )


চট্রগ্রাম কলেজিয়েট স্কুলের মোহন লাল স্যার ক্লাসে এসে বললেন যারা যারা একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে সামনে আয়জিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আগ্রহি তারা যেন আজকেই নাম জমা দেয়।জামাল, উপল আর শাওনের সাথে সাহস করে আমিও নাম জমা দিয়ে দিলাম। মা র কাছে গেলাম...
মা, আমাকে একটা কবিতা শিখিয়ে দেবে?
কবিতা তোর বাবা ভাল জানে। তোর বাবাকে বল। তোকে কবিতা বাছাই করে দিবে
কিন্তু বাবা যে লিখালেখি করছে?
তাতে কি ? তুই গিয়ে বল , দেখবি তোর বাবা কত খুশি হবে।

আমি উপর তালায় বাবার বিশাল রুমে গেলাম । রুম ভরতি বই, দেয়ালের উচূ তাকে তাকে ভরা বাংলা ইংরেজি ভাষার না না বই। রবিন্দ্রনাথ,নজরূল, বঙ্কিম চন্দ্র, মাইকেল, সুকান্ত থেকে সুরু করে হোমার,নেহেরুর লেখা বই সবই আছে। চারিদিকে অনেক কাগজ পরে আছে। রুম ভরতি পত্রিকা ম্যাগাজিন। বাবা মোটা চশমা পরে জানালার পাশের একটা বড় টেবিলে বসে কলম নিয়ে জানি কিসব লিখছে।
বাবা আসব?
আয়
বাবা আমাকে একটা কবিতা আবৃত্তি শিখিয়ে দেবে?
অবস্যই, কিন্ত হতা কবিতা আবৃত্তি করতে চাচ্ছিস কেন?
বাবা আমি ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারের সামনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় নাম লিখিয়েছি।
খুবি ভাল । তোরা অনেক বড় হয়ে গেলি দেখতে দেখতে। তা ১৯৫২ সালেম ২১ শে ফেব্রুয়ারী কি হয়েছে তা তুই জানিস?
কিছুটা শিহ্মকদের কাছ থেকে শুনেছি । ১৯৫২ সালের ফেব্রুয়ারী মাসের ২১ তারিখে বাংলা ভাষার জন্য মিছিলে গুলি করে পাকিস্তানিরা।তবে খুব একটা বিস্তারিত জানি না।
ঠিক আছে , একুশে ফেব্রুয়ারী তে কবিতা পড়ার আগে আমাদের জানতে হবে ১৯৫২ সালের এই দিনে কি হয়েছে। কেন আমরা সকালে উঠে খালি পায়ে তোদের হাত ধরে শহীদ মিনারে যাই। নাই না?
বাবা তুমি কি আমাদের একুশে ফেব্রুয়ারির গল্প বলবে?
অবশ্যই বলব। তোদের বলব না ত কাদের বলব? তুই চট করে তোর দিদিকে দেকে আন । আর মাকে খুব সুন্দর করে এক কাপ চা দিতে বল।

সে রাতে বাবা মা আমাদের একুশের কথা বলেন। বাবা যখন সিকান্দর আবু জাফরের মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবেতোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে নাবলো, মা, তাই কি হয় ?” শুনাল আমার দিদি তখন খুব মন খারাপ করল। একটি ছোট্ট কবিতা কারো চোঁখে জল এনে দিতে পারে, এটাও আমি প্রথম জানলাম।

একুশের কবিতা পরতে যাব । নিজের কাছেই অন্য রকম লাগছে।আমি এত লোকের সামনে কোন দিন মঞ্চে উঠি নাই। মঞ্চে থেকে যখন আমার ইরতেজা নাম তা বলা হল বুকের ভিতর কেমন জানি একটু ভয় ভয় করল। কিন্তু শহীদ মিনারের সামনে দাড়ালে আর ওর দিকে বড় লাল রঙের সূর্যটার দিকে তাকালে সাথে সাথে অন্য রকম একটা সাহসের জন্ম নেয়। আসলে শহীদ মিনারটাত আমাদের সাহসের আর অনুপ্রেরনার প্রতিক। লাল ফিতা মাথায় বাধা সাদা কামিজ পরা একটা মেয়ে খুব ভাল কবিতা আবৃত্তি করে প্রথম হল। আমি পেলাম বাকি সবার মত সান্তনা পুরস্কার । পুরস্কার নেবার সময় মহিউদ্দিন চাচা আমাকে বুকে জরিয়ে ধরল আর সবাইকে বলল, এ কার ছেলে তোমরা জান ত? এ হচ্ছে আমার ছেলে। মঞ্চে আমি মাথা নেরে মুচকি হেসে তাতে সম্মতি দিতাম।


২১ শে ফেব্রুয়ারি দিন সকালে সাদা পাঞ্জাবি পরে বাবার সাথে সকাল সকাল শহীদ মিনারে গেলাম। খুব ছোটবেলায় ৮ই ফাল্গুন কি ভাল করে বুঝতাম না।আমার কাছে আগে মত হত এমন একটা দিন বিদ্যালয়ে বন্ধ থাকে, বাসা ভরতি অনেক অনেক লোকজন আসে, সাংবাদিক, আর্মির লোকজন, সিটি কলেজ থেকে মামারা আসে , বুয়া বিরক্তি প্রকাশ করে চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় বলা তয়ারা এক দিনত আর খত খত চা খাউন পরিব, এডে চা খাইবাড় লাই আয়ো নাকত, লাভ লেইনের রাস্তায় টেনিস বলে ক্রিকেট খেলা, পাশের বাসার আপুদের শাড়ি পরা দেখে আবাক হওয়া, রাতে টিভিতে বিশেষ বিশেষ নাটক দেখা। আমার আগে খুব বিরক্ত লাগত সকাল সকাল ঘুম থেকে উঠতে।আমার সব স্কুল ছুটিতে আমি দেরি করে ঘুমতে পারতাম। কিন্তু ২১ সে ফেব্রুয়ারী সেই সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হত। নাস্তা খেয়ে দাঁত মেজে বাগান থেকে ফুল তুলে বাবার হাত ধরে শহীদ মিনারে যেতে হত। কিন্তু গত দুইদিন আগে রফিক, সালাম, বরকত, জব্বার, শাফিকুর রাহমান, অহি উল্লাহ, আব্দুল আউয়ালদের আত্মত্যাগের কথা শুনে আমি এবার নিজের থেকেই উঠলাম। নিজের আলমারি থেকে সাদা পায়জামা পরতাম, মাথা সিতি করে আচরিয়ে বাবা কে বলাম চল বাবা, প্রভাত ফেরীতে যাই

আমাদের বাসা থেকে শহীদ মিনার খুব একটা দুরেও না। লাভ লেইন থেকে বের হয়ে ডিসি হিলের পাসের রাস্তা ধরে টিএনটি টাওয়ার পেরুলেই শহীদ মিনার। আহা কি সুন্দর দেখতে ।যত দেখি ততই আবাক হই। সামান্য একটা ইটের তৈরি ভাস্কর কিন্তু সামনে আসলেই মনের ভিতর কেমন জানি লাগে। সারা দুনিয়ায় আর কোন জাতি কি আছে যে গর্ব করে বলতে পারে আমাদের মত। কত রক্ত, বেদনা, আনুপ্রেরনা, আবেগ জরিয়ে আছে ৮ই ফাল্গুনে। আমার মায়ের ভাষা আমাদের রক্তের প্রতিটা শিরায় শিরায় মিশে আছে। মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা।


আজকে ৮ ই ফাল্গুন। একটু আগে আজান দিল। বাবা মা ফজরের নামাজ পরল।এখনও চারিদিকে অন্ধকার । সকাল হবার আগে আকাশ তা কেমন জানি লাল লাল হয়ে যায়। কি সুন্দর ঠান্ডা বাতাশ বহে। নানু বলছে সকাল বেলার বাতাশ নাকি বেহেস্তের বাতাশ। তাই সবার উচিত সকালে উঠে বেহেস্তের বাতাশ গায়ে লাগান। আমি ঘুম থেকে উঠে তারাতারি নাস্তা খেয়ে সাদা পায়জামা পরে তৈরি হয়ে এক দৌড়ে বাগানে গেলাম। আমাদের বাসার সামনের বাগানে কত কত গাছ। সকাল বেলা গাছগুলাও কত সবুজ সবুজ লাগে। আমাদের গোলাপ গাছে দেলোয়ার মামা পানি দিচ্ছে। আমারে দেখে খুশি হয়ে দেলোয়ার মামা কালকের রাতের কলিগুলো কি সুন্দর লাল লাল গোলাপ হয়ে ফুটেছে তা দেখাল।

আমি বললাম আমি কিন্তু আজ বাগানের সবগুল ফুল ছিড়ব তুমি কিন্তু কিছু বলতে পারবা না।
ফুল ছিড়তে গিয়ে হাতে কাঁটা ফুটলে আফা বকা দিবে। আমি ছিড়ে দেই।
না ফুটবে না। আমি একাই ছিড়ব।
আমি ফুল তুলতে তুলতে দেখি দিদি ঘুম থেকে উঠে আসল। আমাকে দেখে ভেংচি কাটল। দিদি জিব্বা বের করে ভেংচি কাটলে ওর ফকলা দাঁত দেখা যায়। ফকলা বুড়ি।

আমরা শহীদ মিনারে যাচ্ছি। আমার এক হাতে লাল লাল গোলাপ ফুল আরেক হাতে বাবার হাত শক্ত করে ধরা। আমার পায়ে জুতা থাকলেও বাবা খালি পায়ে হেটে হেটে শহীদ মিনারে যাচ্ছে...

তোর হাটতে কষ্ট হচ্ছে নাকি।
না একদম না।
কিছু খাবি?
একটু আগে না বাসা থেকে খেয়ে আসলাম।
হু তাও থিক, বাসায় আসার সময় রিক্সায় আসব
ঠিক আছে।
আজ তোকে একটা চকবারও কিনে দিব।
মা আইস ক্রিম খেতে মানা করছে
একদিন খেলে কিছু হবে না।
আসলেই, কি মজা
তোর কি ঠান্ডা লাগছে?
না বাবা
আমার চাদরটা গায়ে দিবি?
না আমি ত সোয়েটার পরে আছি
বাসা থেকে মাফলার তা নিয়ে আসা উচিত ছিল। কানটা ধেকে রাখতে পারতি
বললাম ত ঠান্ডা লাগছে না
তুই এক কাজ কর আমার ঘাড়ে উঠ। তাহলে অনেক দূর পযর্ন্ত দেখতে পাবি
বাবা এত বড় ছেলেরা বাবার ঘাড়ে উঠে না
কি এমন বড় হলি?।মাত্র ক্লাস ফোরে পরিস
অনেক বড় বাবা।
তুই যখন অনেক বড় হবি যখন আমি অনেক বুড়ো হয়ে যাব হাটতে পারব না
কেন বুড়ো হলে লোকজন হাটতে পারে না নাকি?
ধর আমি পারলাম না। হুইল চেয়ারে সারা দিন বসে থাকি। তখন তুই আমার হুইল চেয়াল ঠেলে ঠেলে একুশে ফেব্রুয়ারীর প্রভাত ফেরীতে নিয়ে যাবি
যাব বাবা জাব
সত্যি
বাবা তুমি এত দূর খালি পায়ে হেটে হেটে যাচ্ছ। তোমার পা বেথ্যা করে না?
না করে না। আমি তোকে একটা কৌশল শিখিয়ে দেই
কি কৌশল?
কৌশলটা হল তুই যখন হাটবি তখন তুই ওদের মত সুর করে করে বলবি ..

আমার ভায়ের রক্তের রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারি- আমি কি ভুলিতে পারি?
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়া এ ফেরব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?
আমার সোনার দেশের রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?

Last edited by irteja; February 19, 2007 at 04:16 PM..
Reply With Quote
  #3  
Old February 19, 2007, 03:47 PM
zakirc's Avatar
zakirc zakirc is offline
ODI Cricketer
 
Join Date: March 7, 2006
Location: Muhammadpur, Dhaka
Posts: 900

অনেকদিন পরে কবিতা তা পরলাম। অসঙ্খ ধন্যবাদ ইরতেজা।
__________________
No signature. Thanks.
Reply With Quote
  #4  
Old February 19, 2007, 04:15 PM
Hatebreed's Avatar
Hatebreed Hatebreed is offline
BC T-Shirt Design Winner
 
Join Date: June 19, 2005
Location: Camden, London
Favorite Player: Mashrafe Mortaza
Posts: 7,199

কবিতাটি পরে আসলেই খারাপ লাগলো। কিন্তু তোমার ডাইরির লেখাগুলি পরে মন কিছুটা ভাল হয়ে গেল। সে জন্য অনেক ধন্যবাদ।


বসন্তে একুশ
আবদুল খালেক

বসন্ত সুখ ফুটে সেথা সুর কোকিলের ডাকে,
কঁচি পাতার নাচন ছোঁয়া ডালের ফাঁকে ফাঁকে।
চেতনারই ফুলগো ফোটে গেয়ে ভোরের গান,
বাহান্ন আজ গর্বে ছোটে মেখে রক্তের ঘ্রান।
আলপনাতে অ... আ... রঙ্গিন ছরিয়ে দেশময়,
কৃষ্ণচূড়ায় ধরছে ছবি রক্ত না হয় ক্ষয়।
ভাষার আলয় স্বাধীনতায় একুশ কথা কয়,
কাঁপল ধরা শুনে ছড়া বরকতেরই জয়।
রংধনুতে উটছে ভেসে বাংলাহাসির প্রান,
বিশ্বময় ছড়িয়ে আজি ফেব্রুয়ারির গান।
__________________
My photography
Reply With Quote
  #5  
Old February 20, 2007, 11:08 AM
Rubu's Avatar
Rubu Rubu is offline
Moderator
 
Join Date: February 15, 2004
Location: Michigan
Favorite Player: Mashrafee Mortaza
Posts: 8,361

মহান একুশে ফেব্রুয়ারীতে সকল ভাষা শহীদদের আমরা আরও একবার শ্রদ্ধা জানাই।

একুশে ফেব্রুয়ারী মানেই মাথা নত না করা।
__________________
সন্মানজনক পরাজয়ের চিন্তাটাই অসন্মানজনক
- The days of playing for honorable defeat is over.
Reply With Quote
  #6  
Old February 20, 2007, 09:48 PM
SMHasan's Avatar
SMHasan SMHasan is offline
Cricket Legend
 
Join Date: June 20, 2005
Location: Dhaka
Posts: 3,061

সাবাশ বাংলাদেশ
এ পৃথিবী আজ অবাক তাকিয়ে রয়
জ্জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নুয়াবার নয়।

যে ভাষার জন্য এত মানুষ শহীদ হলো আমরা তাদের শ্রদ্ধা জানাই। তবে এই শ্রদ্ধাটা যেন আসে আমাদের কাজের মাধ্যমে, শ্রদ্ধাটা যেন লোক দেখানো না হয়।
__________________

ওইখানে আমিও আছি /যেইখানে সূর্য উদয়/প্রিয়দেশ পাল্টে দেবো/তুমি আর আমি বোধহয়/কমরেড, তৈরি থেকো/গায়ে মাখো আলতা বরণ/আমি তুমি আমি তুমি/এভাবেই লক্ষ চরণ
Reply With Quote
  #7  
Old February 21, 2007, 03:57 AM
Omio's Avatar
Omio Omio is offline
Banned
 
Join Date: February 25, 2006
Location: London, UK
Favorite Player: Only Ashraful & Me
Posts: 4,428

Aj ekuse february, khub afsos ami banglay likhte partesina abar english e o likhte echha kortesena,,
aj onek moja korlam,, provat feri te gelam sokale, ekhn Tanyar sathe ghurtesi...
panjabi pak]jama pora..ar.. sob meyera sari pora..
Reply With Quote
  #8  
Old February 21, 2007, 04:02 AM
zakirc's Avatar
zakirc zakirc is offline
ODI Cricketer
 
Join Date: March 7, 2006
Location: Muhammadpur, Dhaka
Posts: 900

একুশে ফেব্রুয়ারি তে এই থ্রেড এ মাত্র ৮ টা লেখা?
__________________
No signature. Thanks.
Reply With Quote
  #9  
Old February 21, 2007, 09:33 AM
Mohiul's Avatar
Mohiul Mohiul is offline
Cricket Legend
 
Join Date: April 21, 2004
Location: Dagenham, Essex, UK
Favorite Player: Sakib Al Hasan
Posts: 3,234

আল্লাহ সুবহানাহুতায়া'লা আমাদের ভাষা শহীদদের বেহেশত নছীব করুন। সবাই বলুন আ-মি-ন।

আমা-র ভায়ে-র র-ক্তে রাঙ্গানো
একুশে ফে--ব্রুয়ারি- আমি কি ভুলিতে পা---রি
__________________
Mohiul
Reply With Quote
  #10  
Old February 21, 2007, 09:40 AM
SMHasan's Avatar
SMHasan SMHasan is offline
Cricket Legend
 
Join Date: June 20, 2005
Location: Dhaka
Posts: 3,061

দঃখের ব্যাপার। আমাদের ফোরামে এত মানুষ থাকতে এখন পর্যন্ত মাত্র ৮ টি উত্তর? অবশ্য আজকাল মানুষের সময় নেই। নিজের সংসার, পেশা এসব কিছু নিয়ে সবাই খুব ব্যাস্ত। ভাষা নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়?

আপনি একটা সুতা খুলুন মাইকেল জ্যাকসন কে নিয়ে দেখবেন সবাই হুমড়ি খেয়ে এসে পোষ্ট করবে। এই হলাম আমরা। ভাষা সাহিত্য এগুলোতে আমাদের কোনো উৎসাহ নেই। আমরা সবাই বাংলিশ বলা আর লেখায় ব্যাস্ত। কেন জানি সারা বিশ্বে আমরা বাংলাদেশী বলে পরিচিতি দিতে বড় দ্বিধাবোধ করি আজ।
__________________

ওইখানে আমিও আছি /যেইখানে সূর্য উদয়/প্রিয়দেশ পাল্টে দেবো/তুমি আর আমি বোধহয়/কমরেড, তৈরি থেকো/গায়ে মাখো আলতা বরণ/আমি তুমি আমি তুমি/এভাবেই লক্ষ চরণ
Reply With Quote
  #11  
Old February 21, 2007, 10:16 AM
Rubu's Avatar
Rubu Rubu is offline
Moderator
 
Join Date: February 15, 2004
Location: Michigan
Favorite Player: Mashrafee Mortaza
Posts: 8,361

একুশ আমরা সবাই বাংলা কথা বলি,
একুশ গেলে আমরা আবার ইংলিশে পোজ মারি।

একুশ এলে আমরা সবাই বাংলা নিয়ে মাতি,
একুশ গেলে আমরা আবার বাবা ছেড়ে ড্যাডি।

একুশ এলেই আবার মাতি একুশে ফেব্রুয়ারী নিয়ে,
এই দিনটার বাংলা তারিখ কয়জনই আর জানে।

একুশ এলেই ভাষা শহীদের নিয়ে করি সেমিনার,
সেমিনারের বাংলা কি ভাই? মুখটা হল ভার?

একুশ এলে টিভিরা সব বাংলা প্রলাপ বকে,
একুশ গেলে হিন্দি ছবি, সবাই বলে ও-কে।

(কিছুটা স্কুল ম্যাগাজিন পড়া কবিতার যতটুকু মনে ছিল, বাকীটা নিজের বানানো)
__________________
সন্মানজনক পরাজয়ের চিন্তাটাই অসন্মানজনক
- The days of playing for honorable defeat is over.
Reply With Quote
  #12  
Old February 21, 2007, 01:08 PM
Sauron's Avatar
Sauron Sauron is offline
Cricket Legend
 
Join Date: April 26, 2005
Location: মেক্সিকো'র কয়েকশ' মাইল উপরে
Posts: 2,061

শহীদ মিনার বানাতে ব্যস্ত ... পোলাপান ফুল দিবে এই উইকএন্ডে।

আমার সাত বছরের মেয়েটাকে গতকাল অনেক সময় নিয়ে একুশে'র ঘটনা বর্ননা দিলাম। সকাল থেকে মেয়েটা আমার গাইছে "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" ... মনটা ভরে আছে আমার।
__________________
Of old there was Sauron the Maia...
Reply With Quote
  #13  
Old February 21, 2007, 08:45 PM
SMHasan's Avatar
SMHasan SMHasan is offline
Cricket Legend
 
Join Date: June 20, 2005
Location: Dhaka
Posts: 3,061

Quote:
Originally Posted by Sauron
শহীদ মিনার বানাতে ব্যস্ত ... পোলাপান ফুল দিবে এই উইকএন্ডে।

আমার সাত বছরের মেয়েটাকে গতকাল অনেক সময় নিয়ে একুশে'র ঘটনা বর্ননা দিলাম। সকাল থেকে মেয়েটা আমার গাইছে "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" ... মনটা ভরে আছে আমার।
অতি চমৎকার। এবার আমার দুই লাইনের কবিতাঃ

স্বপ্ন মোদের লালিত আজন্ম
করবেই সত্যি আগামী প্রজন্ম।
__________________

ওইখানে আমিও আছি /যেইখানে সূর্য উদয়/প্রিয়দেশ পাল্টে দেবো/তুমি আর আমি বোধহয়/কমরেড, তৈরি থেকো/গায়ে মাখো আলতা বরণ/আমি তুমি আমি তুমি/এভাবেই লক্ষ চরণ
Reply With Quote
  #14  
Old February 22, 2007, 03:56 AM
tutul's Avatar
tutul tutul is offline
First Class Cricketer
 
Join Date: June 15, 2004
Posts: 484

দুঃখ হয় যখন দেখি এই বিদেশে বাংলাদেশী পরিবারে জন্ম নেয়া অনেক ছেলেমেয়ে বাংলা জানে না।
এই বিদেশের মাটিতে আমরা কি পারি না নিজের ছেলেমেয়েদের সাথে সবসময় বাংলায় কথা বলতে?

__________________
"All we are is the result of what we have thought. The mind is everything. What we think, we become."-Buddha
Reply With Quote
Reply


Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is On



All times are GMT -5. The time now is 07:58 AM.



Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2024, vBulletin Solutions, Inc.
BanglaCricket.com
 

About Us | Contact Us | Privacy Policy | Partner Sites | Useful Links | Banners |

© BanglaCricket